কাব্যের অজস্র কথামালার মাঝে,
আজ আর খুঁজে পাইনা এতটুকু আনন্দ।
সব ছন্দেরা আজ হয়েগেছে মুমূর্ষু অবশ,
প্রাণহীনের কাছে থাকেনা আর দাবী কোন।।
মুছে দাও সব আজ নিয়মের বাইরে,
সময় আজ অসময়ে ধরা দেয় আঁধারে।
কল্পনার বাতিঘরে নয় জীবনের সাঁজঘরে,
আবেগের ফুলগুলো আজ ঝরে পরে।।
ক্ষণিকের সেই নাতিদীর্ঘ বাতায়নের রুদ্রনীড়,
লাল নীল রং আজ অসার অর্থহীন।
নিমেষে বদলে যায় হাতের কাকন ধ্বনি,
প্রাণে বাজে অনিকেতের মৃত্যু আহাজারি।।
আমাকে দু'মুঠো অন্ন দাও ছেড়ে দেব গান,
আর কখনো গাঁথবোনা ছন্দে আবদ্ধ কবিতা।
চাইনা আর এই মিথ্যে স্বপ্নের ঘোলাটে রাত,
থামাও এবার পদ্য; লেলিহানে ঢালো খুন।।
১৮-০১-২০১৭