নিন্দিত হতে নয় এসেছি নন্দিতজনের মুকুট হতে,
রাজ্যের রাজত্ব চাইনা অধিকার চাই রাজাধির।
নবপরিচয় দিতে চাইনা পুরাতন আমার; চাই নবরূপ পেতে,
সান্ত্বনা নয় শুনাতে চাই বিজয়ের গান; বাজাতে সুর বংশীর।।
এই আমি ক্ষুদ্রের ছবি তবু ছবিওয়ালা বৃহৎ'এর,
জগতের পরিধি আমার অজানা তবু জগত আমার মুঠিতে।
আমি আকাশের ওই মেঘের সঙ্গী হতে নয় এসেছি মেঘের নির্দেশক,
আমি কান্নার জ্বালা সহিতে নয় এসেছি দাপিতে কান্নার কোলাহল।।
আমি মৃত্তিকাগর্ভে নিজেরে পেয়েছি তবু উত্তপ্ত করি তারে,
আমি হারানোর ব্যথায় কাঁদিতে নয় এসেছি হারাতে ব্যথাকে।
আমি চিরকালের জীবন নিয়ে নয় এসেছি হতে চিরকালের ইতিহাস,
আমি পুষ্পিত হতে নয় এসেছি দিকে দিকে ছড়াতে সুভাষ।।
০৭-১১-২০১৬