বছর কাটুক , নজর থাকুক চোখের ইশারাতে ,
মন বাঁধা থাক মনসায়রে অনুভূতির ঘাটে ,
প্রেমপশলায় কিস্তি মিটুক ঋণখেলাপি সোহাগের ,
সহজিয়া হোক একটা যাপন খুচ-খুচরো আনন্দের।