ভগ্ন হৃদি ডুব দিয়েছে নীলাভ অপেক্ষায় ,
আদুরে অধরা আসলো বুঝি ধ্রুপদী অস্পষ্টতায় ,
রক্তবীজের মতো শুধু বাড়তে থাকে মায়া ,
স্মৃতির শরীর জাপটে ধরে ক্ষয়িষ্ণু এ কায়া।