যখন আমি গহীন মনের
ইচ্ছে গাছে জোগায় মাটি
পিটুইটারী ভেংচি কাটে
সব ই সোনার পাথরবাটি
পাগলপাড়া হয়ে ছুটি
কেন অন্তহীনের পিছে
ধূসর বস্তু মুচকি হাসে
আবার অলীক সুখের পিছে
কেন ভাবিস,আশায় থাকিস
কেন যাতনার জ্বালায় জলিশ
সে তো আছে নিজের মতন
করবে কেন তোমার যতন
কেন তোমায় মায়ায় বাঁধবে
কেন তোমার মালা গাঁথবে
ভাবতে ভাবতে আঁধার ফুরায়
সূয্যি ওঠে পাহাড় চূড়ায়
আরও একটা বিনিদ্র রাত
মন আর মাথায় শাঁখের করাত
যায়না শুধু সরিয়ে রাখা
অগোছালো স্মৃতি কুয়াশামাখা
তবুও মরে গিয়েও বাঁচে
অশরীরী এক প্রেমের আঁচে
অভাগা এক কাফের মন
নিয়ে শব্দে প্রেম আর স্বপ্নে প্রিয়ম