ও নদী ও নদী
তুমি চল নিরবধী,
তুমি কি কখনও কভু
থেমেছ আজ অবধি।

বহতায় তুমি সুখ খুজে নাও
ঢেউয়ে কর উল্লাস,
এপার ভেংগে ওপার গড়
সব কিছুই কর গ্রাস।

তাইতো এসেছি তোমার বুকে
দেখতে তোমার সুখ,
এভাবেই যদি ঘুচে কিছুটা
আমার মনের দুখ।।

28.07.2015