চারদিকে ঝরে কত বৃষ্টি
তুবুও এ হৃদয়
শুষ্কই থেকে যায়,
ক্ষয়ে যায় দিন দিন
হয়ে যায় ধুসর রুপহীন।

তবুও একটু বৃষ্টির জন্য
চাতকের মত চেয়ে থাকি,
লাশের মত পরে থাকি,
আশায় আশায় স্বপ্ন আঁকি।

দিন যায় দিন আসে
সেই দিন আর আসে না
এমন রুপহীন শুষ্ক হৃদয়
কেউ ভালবাসে না।

১৫.১১.১৭ ইং
ঢাকা।