ঝেঁকে বসা ঠান্ডা হাওয়া হাড় কাঁপানো শীত
ক্ষুধার ছোবল কবেই নিছে দুঃখীজনের নীদ।
মরার উপর খড়ারই ঘা সিঁধেল চোরা রীত
নিত্য রাতেই চোরার দলে কাটছে ঘরে সিঁধ।
চোরার বাড়ী দালান কোঠা রঙে রঙিন ফিট
চোর পুলিশ বিচারকে গলাগলি নিত্য নব ঈদ
সাধু ঘুমায় ধূলিভরে অনাহারে শীরে দিয়ে ইট
এমন রাজার ধাঁধাঁর দেশে শখের বাসে ধিক!
প্রজারূপে জনম নেয়া ই হয় নি হেথায় ঠিক।