এমনি করে কত দিন
বুকে লয়ে ক্ষত চিন
একা একা বেঁচে থকা হায়?
তুমিহীন জীবন বড় অর্থহীন
এখন শুধুই মনে হয়
মৃত্যুতেই হবে ক্ষয়
আসা যাওয়া লেন-দেন
জীবনের যত ঋণ!