কবিতাটি লেখা হয়েছে ২৮.০৯.২০২২ ইং ১৯ঃ০১ এ
---------------------------------------------------
দেশটা আমায় ভাবিয়ে তোলে,
স্বাধীন হয়েও আজকে এদেশ
যাচ্ছে নাতো রসাতলে?
একাত্তরের মুক্তিযুদ্ধে
কেউবা ছিলো সাহসী বীর,
কেউবা আবার হানাদারের
পায়ের তলায় নিয়েছিল নীড়।
আজও দেখি কিছু জালেম
স্বার্থলোভে করছে চুরি,
আবার কিছু শেয়াল শকুন
ঘুষের টাকায় ভরছে ভুরি।
সাংবাদিকও টাকা নিয়ে
কলম ঘুরায় উল্টোদিকে,
আবার কিছু কলমবাজরা
কলম দিয়ে ভরছে শিকে।
শুনি কতক ডাক্তারেরা
হাসপাতালে দেয় হাজিরা,
সেবা ছাড়াই কত রোগী
খোদার ডাকে দিচ্ছে সাড়া।
তারাই আবার চেম্বারেতে
নিচ্ছে টাকা, দিচ্ছে সেবা,
হাসপাতালে মরছে গরিব
তাদের খবর নিচ্ছে কেবা?
এদেশের রাস্তাঘাটের
বাজেট আসে কত টাকা!
অথচ হায় তাকিয়ে দেখ,
বালু দিয়েই দিচ্ছে ঢাকা।
দিন-দুপুরে ডাকাত আসে
ছুড়ি মেরে যায় যে চলে,
ভয় পেয়ে সব শিশুগুলো
লুকোয় গিয়ে মায়ের কোলে।
সব কিছু আজ ছেড়ে দিয়ে
ভুলছে মানুষ মানবতা,
দরজা খোলা বন্দী তবু;
মুখটা খোলা, বোবা তবু;
চোখ থেকেও অন্ধ তবু;
কোথায় মোদের স্বাধীনতা?
অন্যদিকে ইমান নিয়ে
চলছে যারা, তাকিয়ে দেখ;
তাদের মতোই মাথা চাড়িয়ে,
বুক ফুলিয়ে দাঁড়াতে শেখ।