(১)
জাহাজ মাস্তুলে বাধী
স্বপ্ন রঙীন পাল
ইহা কোন কাব্য নহে, তাই
দিবেন না ভাই গাল।

(২)
রাস্তার উপরে রাস্তা আছে
চলছে চলে বাস
যন্ত্র নগর পাইনা খুঁজে
শুভ্র সাদা কাঁশ।

(৩)
মাটির নিচে চলবে ট্রেন
একি আজব খবর
জায়গাতো আর থাকবেনা হায়!
দিতে লাশের কবর।

(৪)
মানবতা নাই নগরে
আছে কেবল ফাঁদ
সব কিছুতেই ধান্ধাবাজী
যায়না তো লাশ বাদ।

(৫)
গাছে নাই ডাল পালা
শুনিনা পাখির সুর
বাংলায় নাই সোনা
দেশ ভরা অসুর।

(৬)
নদীতে পানি নাই
দেশ জুড়ে খড়া
মানুষ আছে ঠিকই
প্রানহীন মরা।

(৭)
কাঁটাতারে ঝোলে লাশ
গুলি খেয়ে মরে
সাদা পতাকা নিয়ে দেশ
বৈঠক করে !!

(৮)
সোনার বাংলা ভরা
তামা আর কাসা
কারো বুকে নাই আজ
একটু ভালোবাসা।
………………………………………
স্বপ্নবাজ (এম আর মিঠু)
৮’জুন-২০১৫ইং
স্বামিবাগ, ঢাকা।