সোনার বাংলাদেশ আমার
সোনার বাংলাদেশ
সোনা দিয়ে মুড়িয়ে দেই
অন্য মায়ের কেশ।
সোনার বাংলার মাটি এখন
ফেটে চৌচির হয়
দেশের প্রধান বলে সবাই
মিথ্যে কথা কয়।
ক্ষেতের শষ্য যায় শুকিয়ে
পানির দেখা নাই
চলুন সবাই জলের খোঁজে
দাদার দেশে যাই।
কৃষক কাঁদে মাঠে বসে
কৃষানীর চোখে জল
বোকা বাঙাল বুঝি না যে
অন্যের হাতে কল।
তিস্তার পানি আসবেনা তা
আমরা সবাই জানি
তবু দেশের মোড়লগন কয়
মিথ্যে সবই ফানি।
তিস্তা নিয়ে ওদের নাকি
চুপ থাকবে মুখ
এসব শুনে আম বাঙালীর
কাঁপছে সবার বুক।
ছিট মহলের সমাধান হয়
কোরিডোরের নাই খবর
প্রতিদিনই মারছে বাঙাল
বাড়ছে দেশে কবর।
আশা ছিলো মোদি দাদা
দিবেন মোদের মুক্তি
দেশ প্রধান কয় এসব কথার
নাইযে কোন যুক্তি।
দাদা -দিদি থাকলে খুশি
সবই নাকি পাবো
হাড়-হাভাতে আমরা তখন
হাপুস-হুপুস খাবো।
আমরা যারা আম-বাঙালী
বৃথাই কেবল চেঁচায়
দেশ নেতাগন ব্যাস্ত সবাই
সোনার বাংলা বেঁচায়।
এবার নাকি সবই পাবো
আসলে দেশে মোদী
পাবো সত্যি ঘোড়ার আন্ডা
শক্ত হবে গদী।
………………………………………………..
স্বপ্নবাজ(এম আর মিঠু)
৪’জুন-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।