হাত বাড়িয়ে দিলাম বন্ধু
ধরবি কিরে হাত
চলনা দু’জন সব ভুলে যাই
ভুলে যাই জাত-পাত
এই দেহেতো একই রক্ত
রক্তের রং লাল
তবে কেন জাত নিয়ে আজ
করছি গালাগাল?
বাবা-দাদা মিলেমিশে
করতো বসবাস
আজকে তবে বাঁচতে কেন
জীবন হয় হাসফাঁস !
সকল ধর্ম মিলে মিশে
করতাম বসবাস
কোনবা কালো মন্ত্র বলে
জাতির গলায় ফাঁস !!
তোদের ঘরে উলোধ্বনি
আমার ঘরে আজান
পুজো করছে তোমার বাবা
পরতো নামাজ বাজান।
পুজোর সময় দলবেঁধে সব
করতাম কতো মজা
নাচে গানে ক্লান্ত হয়ে
খেতাম কিনে গজা।
পুজো মঞ্চে উঠতো বেঁজে
বাংলা মায়ের ঢোল
মাঝে মধ্যে আমিও কিন্তু
বাজাতাম তোর খোল।
ঈদের সময় করতাম মজা
জাত-পাত সব ভুলে
এখন কেন হিন্দু-মুসলিম
চড়াতে চাও শুলে।
বন্ধু কিম্বা ভাইয়ের মতো
ছিলাম সবাই মিলে
সব কিছু হায় উধাও যেনো
খেয়েছে কেউ গিলে।
গুটিকয়েক নরকের কিট
জাতের লড়াই ঘটায়
হিন্দু-মুসলিম দু’ভাইকে আজ
লেবেনচুষে পটায়।
চলনা বন্ধু হাত ধরে আজ
ওদের সামনে দাঁড়াই
জাত ওপাতের বিভেদ ভুলে
নরকের কিট তাড়াই।
…………………………………………
স্বপ্নবাজ (এম আর মিঠু)
২’এপ্রিল-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।