নকশী কাঁথার মাঠ দেখিনা
পাইনা খুঁজে বাইদ্যার ঘাট
জমে না আর আগের মতো
গাঁও গেরামের ছোট্ট হাট।


পাইনা খুঁজে মেঠো পথে
অশ্বথ বটের ছায়া
ছিলো বুঝি এসব সবই
মিথ্যে কিম্বা মায়া।


রাখাল ছেলের হাতে এখন
বাঁশের বাঁশী নাই
ছোট্ট বেলার হারানো সুখ
কোথায় খুঁজে পাই।


বাতাসা আর হাওয়াই মিঠাই
খেতাম মেলায় গিয়ে
পুতুল কিনে বাড়ী এসে
দিতাম ওদের বিয়ে।


নদীর ধারে কাঁশের বনে
কেটে যেতো বেলা
সবাই মিলে খেলতাম আহা
কতো রঙীন খেলা।


ঘাস ফুলের দুল দিতাম কানে
গলায় বকুল মালা
কৈশরের সেই সুখ স্মৃতি আজ
বাড়ায় চোখে জ্বালা।


পুকুর পাড়ে হিজল ফুলের
গন্ধ লাগে নাকে
শৈশবের সেই সুখগুলো হায়
হারালো কোন বাঁকে।
………………………………………………….
স্বপ্নবাজ (এম আর মিঠু)
৫’মার্চ-২০১৫ইং
গুলশান-২।