এ কেমন রঙ্গজাদু
এ কেমন রঙ্গ
মানুষ পুড়ে মরছে দেশে
পুড়ছে দেখো বঙ্গ।
ভূপেনের গান নয়তো এটা
এটাই বাংলার চিত্র
আম-জনতা পুড়ে মরে
সন্ত্রাসী হয় মিত্র।
পেট্রোল বোমায় মরছে মানুষ
মরছে বুলেট বোমায়
গণতন্ত্র মরছে ধুঁকে
হসপিটালের কোমায়।
ভালবাসা নাইযে কোথাও
ঘৃণা সবার বুকে
দেশ-জননী পুড়ছে দেখো
মরছে ধুঁকে ধুঁকে।
দেশের প্রতি দেশ নেতাদের
নাইতো কোন মায়া
বক্তৃতাতে যা বলে তা
মিথ্যা শুধুই কায়া।
জানুয়ারীর পাঁচ তারিখে (২০১৪ইং)
দশের মায়াও শেষ
দেশ-নেতাগণ দেশ গিলে খায়
আছেন সবাই বেশ।
হরতাল আর অবরোধে
দেশ পুরোটাই অচল
নেতা-নেত্রীর মুখের ভাষা
আগের মতোই সচল।
গালাগালির বন্যা যেন
নেতা-নেত্রীর মুখে
অসহায় আজ দেশ-জননী
দুঃখ ভরা বুকে।
রাজনীতির এই নোংরা খেলায়
পুড়বে কেন বঙ্গ
একটু ভেবে বলুনতো ভাই
এটা কেমন রঙ্গ??
………………………………………………….
স্বপ্নবাজ
২১’ জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।