১৪ সালের সালতামামী
ভাবছি মনে মনে
হঠাৎ যেনো করছে ব্যাথা
বুকের বাম কোনে।


এই বছরে জন্ম নিলো
অবৈধ এক সরকার
প্রানের ভয়ে বলেনা কেউ
গনতন্ত্র দরকার।


বছর জুড়ে গুম ও খুনের
উৎসব জমে বেশ
এক বছরে মরলো কতো
যায়না গুনে শেষ।


মারছে পুলিশ মারছে র্যাব
মারছে ছাত্রলীগ
মারের ভয়ে মনে মনেই
জানাই ওদের ধীক।


মামলা এবং হামলার বছর
বললেও হয়না ভুল
শাসন নিয়ে বললে কথা
তৈরী আছে শূল।


ভোটারবিহীন নির্বাচন হয়
দেখলাম অবশেষে
জন বিহীন নেতা গং সব
বলেন কথা হেসে।


বিরোধীদল মন্ত্রীসভায়
দেখরে সোনার দেশ
এমন আজব চলে রঙ্গ
বাংলা পুড়ে শেষ।


জনগনের মতামত নাই
তবু জননেতা
ভোটারবিহীন নির্বাচনে
যায় কিরে মন জেতা !!!

চলবে………………..
……………………………………………
স্বপ্নবাজ
১’ জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।