গণতন্ত্রের সজ্ঞাটাতো
উল্টে গেলো দেশে
উল্টো পথে চলছে সবাই
বলছে কথা হেসে।


এটা যেনো গণতন্ত্রের
উল্টো যাত্রা শুরু
আরো ভালো বলেন যারা
সুশীল এবং গুরু।


উল্টো পথে চলছে স্বদেশ
উল্টো পথে রাজা
সঠিক পথে চলতে চাইলে
পেতে হবে সাজা।


রাজা বলেন সঠিক আমি
মন্ত্রী দেন সায়
বাংলা পুড়ে ছাই হয়ে যায়
কেউ দেখেনা হায় !!


রাজা-মন্ত্রী করলে সঠিক
অন্যে করলেই ভুল
ভিন্ন মতের জন্য আছে
সাজানো সব শূল।


ইট-বালুতে বন্দী প্রজা
রাজ দরবার হাসেন
এরাই নাকি দেশ-জনতা
বেশি ভালবাসেন!!


দেশের প্রধান বলেন যাহা
সেটাই হবে পথ
ভিন্ন কথা বলতে গেলে
টানতে হবে রথ।


গণতন্ত্রের উল্টোযাত্রায়
মরছে পুড়ে মানুষ
আম-জনতা দিক হারিয়ে
দেখছে চোখে ফানুস।


বুলেটপ্রুফ বাসরঘরে
থাকেন রাজা-মন্ত্রী
সাথে থাকে আরো কিছু
মোসাহেব বা যন্ত্রী।


স্বদেশ পুড়ে ছাই হয়ে যাক
ওদের কি যায় তাতে
গণতন্ত্রের উল্টো যাত্রায়
উল্লাসে সব মাতে।


গণতন্ত্রের উল্টো যাত্রায়
কথা বলাও বন্ধ
সব দেখেও যায়না দেখা
হতে হবে অন্ধ।


উল্লোসিত শকুনের দল
উড়ছে সোনার দেশে
মানুষ নামের মুখোশ পরে
উড়ছে ওরা হেসে।


গণতন্ত্রের উল্টো যাত্রায়
আছি ভীষন ভয়ে
মানবতার সকল সজ্ঞা
গেছে যে আজ ক্ষয়ে।
…………………………………………………
স্বপ্নবাজ
৮’ জানুয়ারী-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।