কষ্টই যদি ভালবাসবে
সুখ তবে কি মিথ্যে
গরীবের ছেঁড়া কাঁথায় যাহা
ধনীদের তাহা বিত্তে।
সুখ সর্বদা অচীন পাখি
দুর গগনেই ওড়ে
রাতের কষ্ট ভুলে যায় চাষা
নতুন দিনের ভোরে।
সুখ যদি সব বিত্তেই থাকে
কাঁদে কেন তবে চিত্তে
বিত্তবানের রাতের স্বপন
ভোর বেলা হয় মিথ্যে।
হাহাকার করে মরে ধনবান
সুখ নাই তার চিত্তে
এক জীবনের শেষ অংকে এসে
মনে হয় সবই মিথ্যে।
সব পাখি কি ফিরে আসে নীড়ে
কেউ কেউ যায় হারিয়ে
কারো কারো সুখ উড়ে চলে যায়
চিত্তের দুখ বাড়িয়ে।
………………………………………………………
স্বপ্নবাজ
৭’অক্টোবর-২০১৪ইং
আজমির, ইন্ডিয়া।