ডুবছে জাহাজ মরছে মানুষ
যায় ভেসে যায় লাশ
কতোশত যে মরলো আদম
হয় কি কভূ ফাঁস?
স্বজনের ভিড় আহাজারী ঐ
পদ্মা নদীর পাড়ে
একটু আশা স্বজনের লাশ
বয়ে নেবে নিজ ঘাড়ে।
ডুবে যায় তরী ভেসে যায় লাশ
কমিটি হয় গঠন
বিজ্ঞ কমিটি রিপোর্ট কি দেয়
যায় কি কভূ পঠন?
লাশের মিছিলে চোখ বুলিয়ে
বরাদ্ধ হয় ক্ষতিপুর
ক্ষতিপুরন হাতে শোকাতুর চোখে
জল নয় যেন রক্তক্ষরন।
……………………………………………………………………
স্বপ্নবাজ
৬’আগষ্ট-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।