টিভি খুললে রক্তের খবর
পেপার খুলেও তাই
রক্তপাতহীন একটা দিন কি
সোনার বাংলায় নাই!!!
ক্রসফায়ারে রক্ত ঝরে
বন্দুক যুদ্ধেও রক্ত
দেখছে বিশ্ব ভাবছে সবাই
বাংলা রক্তের ভক্ত।
রাস্তা-ঘাটে পুকুর হাটে
রক্ত কেবল ঝরছে
বিনাদোষে মানুষগুলো
কেনো এতো মরছে!!
বন্ধুর হাতে বন্ধুর রক্ত
লীগের হাতে লীগ
লাগাম ছাড়া ঘোড়া যেনো
ছুটছে দিকবিদিক।
এদল ওদল ঝরায় রক্ত
দল কোন্দলেও তাই
নেতা-নেত্রী কেউ মরেনা
মরে আমার ভাই।
সিমান্তে ঐ রক্ত ঝরায়
ভারত নামের দাদা
চল্লিশ বছর ঝরছে রক্ত
মাটিও এখন কাদা।
ভার্সিটিতে রক্ত ঝরে
বিশাল কারন নয়
আসল কারন মানবতার
হচ্ছে কেবল ক্ষয়।
মানুষ নামের মন মগজে
মানবতাই নাই
এসব কথা লিখবো না আর
বুকেতে ভয় পাই।।
…………………………………………………………………..
স্বপ্নবাজ
৭’এপ্রিল-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।