জেল খানাতে বন্দী আমি
বন্দী আছো তুমি
তোমার আমার আসল বাড়ী
সাড়ে তিন হাত ভুমি।
বড় বড় দালান কোঠা
দামি দামি গাড়ী
দম ফুরলে মিছে সবই
সাড়ে তিন হাত বাড়ী।
বড়াই করে চলছো সদা
সঙ্গে দেহরক্ষী
দিন ফুরলে সব হারাবে
উড়াল দিবে পক্ষি।
দালান কোঠা টাকা কড়ী
পাবে অন্য লোকে
মাটির ঘরে দেহ তোমার
খাবে কেবল পোঁকে।
সময় থাকতে খোদা ভজো
এতেই তোমার মুক্তি
বাকি সবই মিথ্যে জেনো
দিন দুনিয়ার যুক্তি।