আকাশকে নিয়ে ভাবছি না
ছুঁতে পারবো না বলে
তারার কথা বলছি না
সে-ঐ দূর আকাশে জ্বলে।
নদীর তীরে হেঁটেছি শত
দেখেছি স্রোতধারা
সমুদ্রের পারে যাইনি কেন
শুনেছি কূল হারা।
তোমার কাছে ছুঁটে আসি
তোমার সাথে বন্ধুত্ব
তোমাকে আমি ভালোবাসি
আছে বলে মনুষ্যত্ব।