মাঝে মাঝে আকাশের দিকে তাকাতে হয়
পায়ের নিচে মাটির দিকে তাকাতে হয়
কখনো ডানে-বামে তাকাতে হয় খোলা চোখে
আমরা শুধু সামনে তাকাই
ঘুরে দেখো- পিছনে আমাদের পীঠ রয়েছে
কখনো রোদ্দুরে আগুনে পুড়তে হয়
কখনো অঝোর বৃষ্টিতে ভিজতে হয়
কিছুটা সময় খালি পেয়ে হাঁটতে হয়
শুধু আলো ছায়ায় জীবন চলে না
জীবনের সমীকরণ সাদামাটা-সহজ নয়
দিনের পর দিন কখনো আবেগে চলে না
মাঝে মাঝে অঙ্ক করতে হয়
নিজের জন্য হলেও কখনো বাঁচতে হয়।