ভালোবাসার দূরত্ব বাড়ছে ক্রমশ
যেন প্রতিটি মানুষ নির্জন দ্বীপ
নিঃসঙ্গতার শীতল দমকা হাওয়া
খসখসে মলিন সম্পর্ক আমাদের
দিনের পর দিন চলে যাচ্ছি দূরে।
সময় ছুটছে বুলেট ট্রেনের মতো
কারও জন্য থেমে নেই জীবন
এতো সরগরম এতো কোলাহল
অথচ দিনশেষে তুমুল হাহাকার
কই মাছের মতো কাতরায় বুকে।
মানুষের ভেতরে এতো ক্ষতরেখা
যেন ঘনীভূত হয়ে আছে নিম্নচাপ
অনেক কথা রয়েছে অগোচরে
কত আত্মচিৎকার পড়েছে চাপা
মানুষ যদি একবার সুযোগ পায়
একসাথে জোরে চিৎকার করার
পৃথিবী ধ্বংস হয়ে যাবে মুহুর্মুহু।