দেয়ালে পিঠ ঠেকেছে
তাই দেয়াল ভাঙতে শিখেছি

'লাল টুকটুকে স্বপ্ন' বুকে
এই ছোট্ট শহরে বসবাস

কংক্রিটের প্রাচীর ভেঙে
এই মাটির গর্ভে
চাষ করবো
সবুজ- শ্যামল ঘাস।