অদ্ভুত এক গোলক ধাঁধার ঘোর ঘিরে ধরেছে চেনা রাস্তায়,
যে পথে তোমার নিয়ত চারন, সে পথ ধরে,
একাকী সন্ধ্যায় আবছা আলোয় অজস্র ছায়াদেহ দেখি,
বিমূর্ত কোন জলছাপ নয়, স্পষ্ট, ফেলে আসা অদূর অতীত,
একই বৃত্তের ঘূর্ণি স্পষ্ট করে এক আলোক সাজ সামনে আসে বারবার!
বিকেলে যে রাস্তা জুড়ে শুধুই ছিল শোকের মাতম,
সেখানেই এখন সাজ সাজ রব! উৎসবে রঙিন চারপাশ!
 
আজ রাস্তাটাও হয়েছে যেন ঠিক তোমার মতই দুর্ভেদ্য!
উত্তরন ভেবে বারবারই কাছে যেতে চেয়ে দূরেই যাই চলে ।
পূর্ব দিকের রাস্তার শেষভাগে এসে দেখি এটা সুদূর পশ্চিমের পথ!
কতটা সময় পেরুল জানা নেই মৃদু আলো ছায়ার খেলায়,
হঠাৎ, শীতের রাতের ঠান্ডা হাওয়া এসে লাগে গাঁয়,
গোলক ধাঁধার হ্যালোসিনেশনে আটকে যায় আমার সমস্ত চেতন!
 
চেনা সে পথে যখন মস্তিষ্ক অকার্যকর, সমাপ্তি টেনে ভ্রমে,
জানা সমাধান, তবুও কাউকে জিজ্ঞেস করেই খুজে ফিরি উত্তরণ,
সহসাই - ভেঙে পড়ে হ্যালোসিনেশনের গোলক ধাঁধা হুড়মুড়িয়ে!
শোকের সেই রাস্তায় এখনো আলোর ঝলকানি! তবে কি... নাহ্!
খেয়াল করে দেখো, আলোকের শেষবিন্দু ঠেকেছে কোন বাড়ির দেয়ালজুড়ে!
 
ভালোকরে আরেকবার তাকাও, দেখো সব, সবই অদূরদর্শী দৃষ্টির ভ্রম!
বুঝি - অপ্রত্যাশিত ঘোরের সমাপ্তি তা কারো সাথে প্রকাশেই!