সেদিনের মতই একটা রঙিন প্রজাপতি বসেছে ফুলের ডগায়,
এ ফুল থেকে ও ফুলে, রঙিন পাখনায় নিয়ত খেয়ালী উড়ে,
নিশ্চুপ চেয়ে দেখি, একাকি, তার প্রাণভোলানো মনোরম দৃশ্য!
একটুও বদলায়নি সেই স্বকীয় মোহরূপ, শুধু বদলেছে সময়রেখা।
আমার মতই গুছিয়ে বলতে পারেনা ছেলেটা, অগোছালো, এলোমেলো।
কি করনীয় বুঝে ওঠার আগেই প্রেয়সীর অভিমানে গালভার!
আচ্ছা, এভাবে কি প্রেম হয় বলো? এত্তো অভিমান! খুঁনসুটিতেও অনভ্যস্ত!
মৃদু হাসি পায়, আমিও তো এমনি ছিলাম! সময়ভর, মনে পড়ে?
এমনি করে সময়রেখায় পরিবর্তিত হয় স্থান, কাল, পাত্র!
তবুও সেখানে রয়েছে শুভ্রাংশুর মন ভোলানো মায়ারথ,
অক্লান্ত সময়কার চিরায়িত রুপালী মনোরঞ্জক আকর্ষণ,
পরিবর্তিত শুধু তুমি আমি, আর চেনা কিছু অলসে সময়,
একই সে স্থানে দেখো বিবর্তনবাদী সময়রেখার কতরূপ!
বহমান সময়কাল আজ-কেও করে দিবে সুদূর অতীতস্মৃতি,
ছুঁড়ে দিবে কালের গহ্বরে, এমনকি তোমাকে আমাকেও!
সময়রেখার কোন এক অপ্রত্যাখ্যানশীল অপ্রার্থিত সময়ে...
রচনাকালঃ
২৫ নভেম্বর, ২০১৪ ইং।
রাত - ৩:১৩ মিনিট।