বুঝতে শেখার পর, এখানে ক্রিকেট আসে উপভোগ্য হয়ে,
হৃদয় নাড়িয়ে ভীষণভাবে জাগে সে কি উন্মাদনা !
যেন, আমি আছি সাথে, দুর্বার সেই রণক্ষেত্রে,
হাতে একটা শাণ তরবারি সম, তাতে আমিও চালাই -
গগণ ফুড়ে খণ্ড বিখন্ড করে দেয়া অজস্র কোপ।
দৃপ্ত মননে সর্বস্ব ঢেলে চির হার না মানার তেজোত্তাপ ।
এ মাথা যে নোয়াবার নয়, বাঙালী তা জানে আজো ।
ইচ্ছে জাগে - করব বিশ্বজয়! হাতে নিব আধিপত্যের ছোড়কা,
দেখো, ঐ তো রয়েছে সাজানো বিশ্ব সেরার মুকুট ।
তাতে একটু ছোঁয়া রাখার আকুতি জাগায় অতৃপ্তি ।
মা, বকেন, "এই খেলায় তো পেট ভরবে না!"
কি করে বুঝাই! মাগো,ওরা একটু ভালো খেললেই-
সে কি শান্তি পাই! প্রাণটা জুড়ায় । ঠিক যেমনটা পাই -
মাথা রেখে তোমার কোলে । মাগো, ভালোবাসি ক্রিকেট, তাই -
ওদের সাফল্য দেখতে বারবার প্রতিক্ষাতুর থাকে চোখ,
ব্যর্থতায় নেমে আসে অবারিত বারির ঝিরি ধারা,
তবুও তো রয়েছে নিয়ত, অকৃত্তিম নিবিড় ভালোবাসায়,
শুধু আমার নয়, অগণিত কোটি প্রাণে প্রাণভোমরা হয়ে ।
অথচ!
অথচ, তারা তা বুঝে না!
--------------------------------------------------------------------------
রচনাকালঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৪ ইং
বিকাল- ৩:৩৫ মিনিট ।
উৎসর্গঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের প্রতি ।