মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে ক্রমাগত,
টিক টিক ক্ষীণ আওয়াজে চলছে ঘড়ির কাঁটা,
ছোট্ট ঘরটাতে আলো প্রবাহ পরিবর্তিত হয়,
পশ্চিমের জানালা গলে আসা প্রচন্ড রোদ,
মিলায় অন্ধকারে। মাঝে কৃত্তিম আলো জ্বলে ।
প্রাণের অস্তিত্ব জানান দেয় খিদের যন্ত্রণা,
গোগ্রাসে গলধঃগরণরত নিজেকে প্রাণিভূত হয় ।
তৃপ্তির ঢেঁকুর তুলে মুদে আসে চোখ,
কিছু এলোমেলো দৃশ্য ভাসায় কাকতাল ।
দুটি বিড়ালের ছানা, এগিয়ে একটু আদর করতেই,
সেকি - ভালোবাসায় জড়ানো মায়ার প্রমোদ!
যেন, জনম জনমের পরিচিত প্রিয় মুখ! আর তোরা?
যারা আমার চির পরিচিত ছিলি? অবজ্ঞার সুর বাজে -
নোংরা বলো। অথচ, ভুলে গেলি বেমালুম! আমি পারিনা,
আমার গায়ে যে আজো মাটির ঘ্রাণ, সোঁদার গন্ধ ।
ঠিক পাশেই, কারো কলিমুদ্দিন থেকে স্যার হবার খবর চাউর হয় ।
রচনাকালঃ ২৯ আগস্ট, ২০১৪ ইং