নাগরিক ব্যস্ততার কোলাহল চাদরে ঢাকা,
বিষণ্ণতার মাঝে ইচ্ছের কল্পছবি আঁকা।
ভালো লাগা, জোছনাস্নাত দীর্ঘরাত,
জোনাক জ্বলা পথের বাঁক।
ঐ শোনো,ঝিঁ ঝিঁ স্বরে আসছে ডাক,
মাটির গন্ধ,স্পর্শে, প্রাণে শীতলতা ছুঁয়ে যাক।
পথ ভোলা পথিক হয়ে আঙিনায় দাড়িয়ে,
শুভ্র আভা ছোঁয়ানো পরশ দিলে বাড়িয়ে।
এভাবেই তো প্রাণের মিলন,জেনেছি,
এই নাও! সদ্য ফোটা বর্ষার কদম এনেছি।
যে আচড়ে জমিনের বুকে ফলে সোনা,
বড় সযত্নে সেভাবেই ভালোবাসার বীজ বোনা।
অলক্ষ্যে যায় গেঁথে প্রীতি ভালোবাসার বন্ধনে,
ইচ্ছেরা ডানা মেলে 'মৃদু আলোর স্পন্দনে'।
রচনাকাল - ১৮ আগষ্ট ২০১৪ ইং
রাত ২:০৯ মিনিট।