কম্পমান হৃদপিন্ডের মাঝখানে অস্থিরতা বাড়ে,
মস্তিষ্কের সেলগুলোর কার্যক্ষমতায় বাধা দিয়ে,
সৃষ্টি হয় অসংখ্য সুদৃঢ় অদৃশ্য চৌচির।
সদা উড়ন্ত,মননে ভেসে বেড়ানো কথাগুলো,
হয়ে পড়ে অবরুদ্ধ, অব্যক্ততায় খোলসবন্দী।
আটকে পড়া শব্দে তীব্র হয় যন্ত্রণা,
অস্তিরতা বাড়ে শব্দের খেলার ব্যাকুলতায়,
অদৃশ্য চৌচির গলে মুক্তির প্রতিক্ষায় -
উন্মুখ, অগণিত জমাটবাধা রুদ্ধ শব্দমালা।
আমাকে এক গ্লাস ঠান্ডা জল এনে দাও,
অশান্ত অন্তরে ছুঁয়ে যাক শীতলতার পরশ।
শব্দেরা আবার হেসে খেলে গাঁথুক কথার মালা,
ছড়িয়ে যাক, মননের উন্মুক্ত ধ্রুপদী সীমায়।
¤ রচনাকাল - ১৭ আগষ্ট,২০১৪
সময় - রাত ১২:৫৫ মিনিট।