না!
বলো,
মাদক,
ধূমপান,
অসৎ সঙ্গ,
যত আছে নেশা।
যায় ঝরে অকালে,
প্রাণ, নেশায় জড়ালে।
সিগারেট থেকেই শুরু,
আজ ইয়াবা বাবাই গুরু।
আকৃষ্ট হওয়া ক্ষণিক সৃষ্টি,
রঙিন চশমার প্রলেপে দৃষ্টি,
একটু হতাশা ভোলা সুখানুভূতি,
জেনো, মৃত্যু মাদকের শেষ পরিণতি।
'না'! সর্বনাশা এ মাদককে, চলো,বলি - 'না'।

★★★|||★★★

এটি একটি দ্বিরোহী পঞ্চাদশ কবিতা।
দ্বিরোহী হলো এমন কবিতা, যেটা অবরোহী এবং আরোহী দুটোই!
আরোহী হলো অবরোহীর বিপরীত ।
কবিতায় উপরের পর্বটা অবরোহী ধারায় আছে,নিচের অংশটুকু আরোহী ধারায় আছে।

কবিতার ভাব ও শ্রুতিমধূরতা ঠিক রেখে, অবরোহী কে উল্টিয়ে আরোহী, অথবা, আরোহীকে উল্টিয়ে অবরোহী সৃষ্টি হয়ে ২টি ভিন্ন কবিতা ধারন করলে,তাকেই দ্বিরোহী বলে।মতান্তরে, এ উভয় দিক থেকে আরোহন করা যায় বলে এ ধারা "উভরোহী"  নামেও পরিচিত।

এখানে ১৫ টি লাইন রয়েছে,
এবং প্রতিটি লাইনে সমান সংখ্যক অক্ষর রয়েছে।অর্থাৎ, ১ম লাইন - ১ অক্ষর,২য় লাইন - ২ অক্ষর,৩য় লাইন - ৩ অক্ষর, এভাবে ১৫ লাইন - ১৫ অক্ষরের (অবরোহী ধারায়)। এভাবে ১২০ বর্ণ বা অক্ষর।
যুক্তাক্ষর কে একটি অক্ষর বিবেচনা করা হয়েছে।

রচনাকাল - ১০ আগষ্ট,২০১৪ ইং,
সমাপ্ত সময়ঃ রাত - ১:২৫ মিনিট।
★★★|||★★★
(আরোহী)

'না'! সর্বনাশা এ মাদককে, চলো,বলি - 'না',
জেনো, মৃত্যু মাদকের শেষ পরিণতি,
একটু হতাশা ভোলা সুখানুভূতি,
রঙিন চশমার প্রলেপে দৃষ্টি,
আকৃষ্ট হওয়া ক্ষণিক সৃষ্টি।
আজ ইয়াবা বাবাই গুরু,
সিগারেট থেকেই শুরু।
প্রাণ, নেশায় জড়ালে,
যায় ঝরে অকালে।
যত আছে নেশা,
অসৎ সঙ্গ,
ধূমপান,
মাদক,
বলো,
'না'!

"চলো,বলি - 'না'!" (একটি দ্বিরোহী পঞ্চাদশ)