ছুটে,
রানার,
ব্যাগ কাধে,
দুর্গম পথে,
পৌঁছানো নিমিত্তে,
নির্ভয় দৃঢ় চিত্তে।
চিঠি নিয়ে চলে ছুটে,
রাতের শেষে সূর্য ওঠে।
ক্লান্তি আর সময়ের সাথে,
চলে প্রতিযোগিতা নিত্য তাতে।
সরকারি কাজে, হুকুম তামিলে,
প্রতিনিধি সকলের হয়ে ছুটে সে,
টাকা,পয়সা, চিঠিপত্র সঙ্গে হাজার,
রানার ছুটছে রানার, নিয়ে গুরুভার।

##♦♦♦|||♦♦♦##

এটি একটি দ্বিরোহী পঞ্চাদশ কবিতা।

দ্বিরোহী হলো এমন কবিতা,
যেটা অবরোহী এবং আরোহী দুটোই! অর্থাৎ যে কবিতায় অবরোহী কে উল্টিয়ে পড়লে যে আরোহীর সৃষ্টি হয় তাকেই দ্বিরোহী বলে।

এখানে ১৫ টি লাইন রয়েছে,
এবং প্রতিটি লাইনে সমান সংখ্যক বর্ণ রয়েছে।
যুক্তাক্ষর কে একটি বর্ণ বিবেচনা করা হয়েছে।

##♦♦♦|||♦♦♦##

রানার ছুটেছে রানার, নিয়ে গুরুভার,
টাকা,পয়সা, চিঠিপত্র সঙ্গে হাজার।
প্রতিনিধি সকলের হয়ে ছুটে সে,
সরকারি কাজে হুকুম তামিলে।
চলে প্রতিযোগিতা নিত্য তাতে,
ক্লান্তি আর সময়ের সাথে।
রাতের শেষে সূর্য ওঠে,
চিঠি নিয়ে চলে ছুটে,
নির্ভয় দৃঢ় চিত্তে,
পৌছানো নিমিত্তে।
দুর্গম পথে,
ব্যাগ কাধে,
রানার,
ছুটে,
ঐ।

"রানার" (একটি দ্বিরোহী পঞ্চাদশ)

##♦♦♦|||♦♦♦##

রচনাকাল -
৩০ জুলাই, ২০১৪ ইং,
রাত - ১১:৪৮ মিনিট।

পুনশ্চঃ এখন আর রানার দেখা যায় না। সবখানেই আধুনিকতার ছোঁয়া লেগেছে।