শচীন রমেশ টেন্ডুলকার,
ব্যাটিং জিনিয়াস, লিটল মাস্টার,
ক্রিকেট ঈশ্বর, মাস্টার ব্লাস্টার!
শত বিশেষণ নামের পাশে তার।
রেকর্ডপুত্র শচীন, রেকর্ডের কারিগর,
সেঞ্চুরির সেঞ্চুরি, কিংবা ২০০ তম টেস্ট,
শুধু তোমার দ্বারাই সম্ভব,
তাইতো তুমি লিজেন্ড, দ্যা বেষ্ট।
২২ গজের ক্রিজে করে নিত্য বোলারদের শাসন,
হয়েছ রেকর্ডের রাজা, পেলে সেরার আসন।
ক্রিকেটকে শেখালে অনেক ক্ল্যাসিকাল শট,
বহু তরুণের তুমি ক্রিকেট আদর্শের পট।
১৪ নভেম্বর,২০১৩, মুম্বাই, ওয়াংখেড়ে স্টেডিয়ামে,
নিয়েছ বিদায়, শেষবারের মত উঁচিয়ে ব্যাট।
ধন্যবাদ শচীন,দিয়েছ দুই যুগের বেশি বিনোদন,
এ ক্ষণে, জানাই স্যালুট, তুলে মাথার হ্যাট।
আজ বিদায় নয়, খেলা ছেড়ে যাওয়ার,
সময় - কীর্তিকাব্য,ইতিহাসে গেঁথে দেয়ার।
সারা বিশ্বে থাকবে ক্রিকেট যতোদিন,
রেকর্ডের সোনালী পাতায় শচীন,রবে অমলিন।
তাইতো সেদিন,স্টেডিয়ামের বড় পর্দায় বারবার,
ওঠেছিল ভেসে, "লিজেন্ড নেভার রিট্যায়ার"!
#######
রচনাকাল - ১৬ নভেম্বর, ২০১৩ইং।
পুনশ্চ: গত ০৫ জুলাই ২০১৪ ইং তারিখে শচীন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত "অবশিষ্ট বিশ্ব একাদশ" এর বিপক্ষে এমসিসি (মেলবোর্ন ক্রিকেট ক্লাব) এর পক্ষে একটি চ্যারিটি ম্যাচে আবারো ব্যাট হাতে মাঠে নামেন। যেখানে আরো অংশ নেন - ব্রায়ান লারা,শেন ওয়ার্ন,মুত্তিয়া মুরালিধরন, এডাম গিলক্রিস্ট এর গ্রেট প্রেয়াররা।
ম্যাচে তিনি ব্যাট হাতে ৪৪ রান করার পাশাপাশি বল হাতেও ১টি উইকেট পান।
এ ম্যাচে, বাংলাদেশ থেকে তামিম ইকবাল "অবশিষ্ট বিশ্ব একাদশ' এর পক্ষে ব্যাট করবার সুযোগ পান।