প্রিয়তরে মন,
হয় উতলা যখন,
কেবা রাখে বেধে তারে?
মনের সঙ্গমে বেঁধেছে সে যারে।
মনের কুঞ্জবনে দিয়ে যায় ডাক,
সবুজ অরণ্যে দেখো শালিকের ঝাঁক!
কুহু কুহু সুরে দেখো ডাকিছে কোকিল,
নিষ্পলক দৃষ্টিফেলে মাছ শিকারেতে চিল।
হাটবো শিশির ছোঁয়া ভোরে শীতল সবুজ ঘাসে,
মধ্য দুপুরে ইস! যদি অঝোরে বৃষ্টি নেমে আসে,
প্রণয় স্নানে ভাসাবো ওগো, শ্রান্ত করে দিবো,
গোধূলীর লাল রঙে আমরাও রাঙা হবো।
রাতে, রাস্তার দু'ধারে জ্বলে জোঁনাক আলো,
তারারাও হেসে বলে বাসি তারে ভালো।
মন হরণের নিয়ে শত উপাদান,
প্রিয়তর জয়ের, চেষ্টা যে আপ্রাণ।
#রচনাকাল -
৮ জুলাই, ২০১৪ ইং।
সকালঃ ৭:০৫ মিনিট।