চেনামুখটায় সৌন্দর্য ছাপিয়ে এঁকে দেয়া মুগ্ধতা,
দু চারটে নিদ্রাহীন অস্থিরতার রজনী,
চেয়েছিলাম, শুদ্ধ ভালোবাসার বিনিময়,
ভালোবাসায় জড়ানো একটু উষ্ণ চুম্বন!
বারোয়ারি যাতাকলে যন্ত্রমানব নয়,
কিংবা তোমার হাতের রিমোট কন্ট্রোল।
বেহিসাবি খাতায় জড়ানো আমার দীর্ঘশ্বাস !
কখনো সহজলভ্য পন্য ভেবে ফেলেছ ছুড়ে!
দেখনি ভেবে,ওই ডাষ্টবিনও কারো যোগায় খাবার,
হতে পারে উদোম, ছেড়া কাপড়ে, কারো মুখের হাসি!
কিংবা কাঁ কাঁ করা উৎচ্ছসিত প্রকট শব্দে,
অধিকার ছড়িয়ে ফেরা তৃপ্তির দৃষ্টি।
অক্লান্ত সময়, গড়িয়ে চলে সময়েরই ভাজে,
সাথে যোগ হয় আরো কয়েকটা অতৃপ্তির দীর্ঘশ্বাস।
#রচনাকাল -
০৭ জুলাই, ২০১৪ ইং।