: "এই যে নীরা! তোমার সাথে কথাবিহীন,
কেটে গিয়েছে হলো তা বহুদিন।
আজো আছো তুমি কেমন?
জানতে চায় এ উৎকন্ঠ মন।"

- "কতোদিন হলো... কেউ জানতে চায়নি এমন,
নিজেও জানি না, দিনগুলো কেটেছে কেমন?
আজ হঠাৎই তুমি জিজ্ঞাসিলে,
তা, তুমিও এতোদিন কেমন ছিলে?"

: "দিন যাচ্ছে কোন রকম, লেখায় নাই গতি,
ভুল হলে করিও ক্ষমা, এই মিনতি। "

- "বন্ধু সবুজ পাতায় শিশির জমা,
বন্ধু মানে , একটা ভুলের একশ ক্ষমা।"

: "বন্ধু, যাক, হলাম তবে নিশ্চিন্ত, নির্ভার!
সত্যিই তুমি অমূল্যরতন, জীবনেতে দরকার।
সুখ - দুঃখে তুমি চির সাথে রাখো,
বিপদে আপদেতেও পাশে পাশে থাকো।"

- "আমি যদি অমূল্যরতন হই,
তুমি যে সেই রত্নময় খনি,
আমি কি আর তোমার মত
অত কাব্য জানি?

তবু আজ করেছো সন্মানিত,
হৃদয়ে দিয়েছ স্থান!
এ জীবন দিয়ে হলেও রাখতে যে চাই,
তোমার বন্ধুত্বের মান।"

: "ধন্য আমি বন্ধু তুমি আছো বলে,
বন্ধু ছাড়া বলো একটি দিনও কি চলে?"


###♦♦♦♦###

কথোপকথনেঃ আমি ও নীরা
তারিখঃ ২৭ জুন, ২০১৪ ইং।

এই ধরনের কবিতায় কথোপকথনে অংশগ্রহনকারীর অবদানও কম নয়। কৃতজ্ঞতা জানাই তাদের।
এই কবিতায় বিশেষ করে, নীরাকে!

বিঃদ্রঃ নীরাও একজন কলমযোদ্ধা!