কিছু ভুল আছে, সীমাহীন লজ্জার,
কিছু ভুল আছে, বেশিই হতাশার,
কিছু ভুল আছে, রেখে যায় আক্ষেপ।
কিছু ভুল আছে, ভেঙ্গে ফেলে বিশ্বাস,
কিছু ভুল আছে, জন্ম দেয় ক্রোধ,
কিছু ভুল আছে, সৃষ্টি করে অপরাধবোধ।
সব ভুলই চায় - শোধরাতে সুযোগ,
মুছে ফেলা যদি যেত জীবনের ভুলগুলি!
নাহ্! যায় না যাওয়া, ফেলা আসা অতীতে,
সেই অন্তর্দাহে পুড়ছি সারাক্ষণ, এবার ক্ষমিও।
#রচনাকাল -
২৪ জুন, ২০১৪ইং।