তুমি হেঁটে যাচ্ছো আরো সামনের দিকে পাশকাটা নদীর মত
বুকভরা রোদের শরীর মিশে যাচ্ছে ক্রমশঃ মৃত্তিকার ক্যানভাসে
আমি অনুবাদের চোখে দেখি
অপসৃয়মান নিসর্গের নিপুণ চোখ কিভাবে অভিসারে হেঁসে যায়
তুমি চলে যাচ্ছো দূরে ...
চলে যাচ্ছো তুমি আরো প্রখরে আরো গভীরে আরো সাগরে
তুমি চলে গেলে -
চলে গেছো তুমি এক পশলা মায়াবৃষ্টি ঝরে
আমি এঁকে চলি এখন
এঁকে চলি এখন প্রতিদিন সুখ
এক পশলা ক্যানভাসে মায়াবৃষ্টির চেনা-না-চেনা অপরূপ মুখ