আমি এই বুকে এ হাত রাখি পরম বিশ্বাসে
যেমন তোমাকে ছোঁয়ামাত্র দেখতে পাই তোমার হৃদয়ের ছবি
                          রঙে উজ্জ্বল নাকি ধূসর ক্যানভাসে

হ্যাঁ, বেঁচে আছি আমি সহজ উঠা-নামার মূদ্রায়
সবুজ বনের পাখিরা যেমন বেঁচে থাকে সবুজ বন্যায়।

আহ! কী আনন্দ! আমি বেঁচে আছি পাখির শ্বাস-প্রশ্বাসে!
হৃদয়ের লাল ছড়িয়ে যাচ্ছে সমস্ত নদী ধরে
                      সমস্ত পৃথিবী, প্রকৃতি ও অরণ্য জুড়ে!


আমি বেঁচে আছি!
আমি এই বুকে বেঁচে আছি!

এই বাম হাত আমি ডান হাতে রাখি
এই ডান হাত আমি বাম হাতে রাখি
যেমন তোমার চোখে আমার চোখ
                      আমার চোখে তোমার চোখ

হ্যাঁ, ঠিক সেই সহজ আদান-প্রদান হৃদয়ের মোলাকাত
ডানার পাখিরা যেমন খোলা আকাশে পায় যুগলের বিশ্বাস।

আহ! কী সুখ! আমি বেঁচে আছি ডানার আনন্দে!
হাতে হাতে কী আনন্দ আদান-প্রদান
                   হাতে হাতে ডানায় বেঁচে থাকে সুখ প্রাণ!

আমি বেঁচে আছি!
আমি এই ডানায় বেঁচে আছি!