আমার বুকের খাতা ভরেছি লিখে
তোমার সোনার কবিতায়
ভালোবাসার কাব্যকথায়।
কেউ বলেনি কোন ভাষাতে
মনপাখি গায় মন রাঙাতে
কোন তুলি কোন রঙে আঁকে
নদীর হৃদয় স্রোতের বাঁকে; -
তবু মনপাখি গায় বুকের ভাষায়
আঁকে ছবি বুকের খাতায়।
কেউ দেখেনি ঐ আকাশে
মনপাখি কোন ডানায় ভাসে
কেউ বোঝেনি কোন আবেশে
মেশে নীলার আকাশগঙ্গায়; -
শুধু তুমি আর আমি দু'জনায়
ভাসি আর মিশি অমরায়।