মাটি হও মন মাটি হও
মাটিতেই সবুজ হয়োনা অবুঝ।
মাটি হও মন মাটি হও
আকাশে চোখ মাটিতে ফেরাও।
মাটি হও মন মাটি হও
মাটিতেই খাঁটি গন্ধ বুক ভরে নাও।
মাটি হও মন মাটি হও
মাটিতেই সৃষ্টি সোনা ধান তুলে নাও।
মাটি হও মন মাটি হও
মাটিতেই শান্তি ধুয়ে নাও সব ক্লান্তি।
মাটি হও মন মাটি হও
মাটিতেই মুক্তি সপে দাও সব শক্তি।
মাটি হও মন মাটি হও
মাটিতেই শান্তি ভুলে যাও সব ভ্রান্তি।
মাটি হও মন মাটি হও
মাটিতেই শক্তি ঢেলে দাও সব ভক্তি।
মাটি হও মন মাটি হও
বুকের আকাশ খুলে খাঁটি হও
গভীর সুরভী গন্ধ বিলাও
দিনে ও রাতে।
মাটি হও মন মাটি হও
হৃদয়ের জলে ভিজে কাদা হও
সরল কবিতার ছন্দ ছড়াও
সাঁঝে-প্রভাতে।
মাটি হও মন মাটি হও
মাটির ভাঁজ খুলে সহজ পথ হও
পৃথিবীকে হাঁটতে দাও পথে
মৃত্তিকার পথে।
মাটি হও মন মাটি হও
মাটির বুক খুঁড়ে স্বর্ণ কুড়াও
ছড়িয়ে দাও হাতে-হাতে
হৃদয়ের হাতে।
মাটি হও মন মাটি হও
মাটির মতো খাঁটি হও;
মাটি হও মানুষ মাটি হও
মাটিরও অধিক খাঁটি হও।