সাম্রাজ্যের যুক্তাক্ষরে
সাদা কাগজে মুড়ানো সূর্য,
যৌগিক অধিকারে
অশিক্ষিত বাঙালি!
আপসহীন বালকের শাসনতন্ত্রে
-শাসকের চোখ!
স্বপ্ন ভাঙা ফসলের মাঠ;
ফিরে আসে রাজার গুদামে!
নিষ্ক্রিয় প্রজা
আপামর সৈনিক হয় বারংবার
সেনাপতি গান ধরে!
হে বিক্ষুব্ধ কবি-
সোসালিষ্ট থেকে ডেমোক্র্যাট,
বিকৃত স্বাধীনতায়-পতাকার মূল্য কত?
নুয়ে পড়া বৃদ্ধের বুকে বিপ্লব
নল বাঁকা রাইফেল কথা বলে!