ভয় থামিয়ে,বুক উঁচিয়ে-চলছে কারা!
কীসের নেশায় মৃত্যু থাবায় ফিরছে তারা!?
দুঃসাহসিক?
শান্ত-পথিক!
পায়ে-পায়ে থরথরিয়ে
সাহস মোদের বাড়লো কেবল,
যোদ্ধা ভাইয়ের চোখ বুলিয়ে
শরীর মাঝে জ্বললো অনল।
খুন চড়েছে রক্তে বুঝি,
পাথর ভাঙার রাগ বুঝেছি!
মশাল মিছিল দ্রোহের তরে
শুকিয়ে উঠে দেব-দেবতা;
ঘাম বেচা ওই মজুর ঘরে
কোন বেহুলা ভাঙলো ভেলা?
টুটলো নেশা গগন ভেদী
খুন-খুনানি শাসক-গদি!
চোখ জুড়ে আজ কেবল ওরে
ভাত খেতে মোর হাত পুড়ে!
হাত পুড়ে!হাত পুড়ে!
চোখ ফুলে ঐ ত্রাসের শেষে খই ফোটায়
মগজ পুড়া মজুর-কৃষাণ গান শোনায়!