রাতের আকাশে তারা গুলো গুনতে গুনতে
হৃদয়ের কম্পনের তীব্রতা বলে পথিক তুমি
কৃষ্ণচূড়া কিংবা বেলি ফুল না হয়ে,
সস্তা কদম ফুল হতে পারতে।
কুয়াশার হিম বাতাস না হয়ে,
বিষন্ন সুন্দর বৃষ্টি হতে পারতে।
সন্ধ্যার রক্তমাখা আকাশ না হয়ে,
আমার চোখে শুভ্র হতে পারতে।
তবে তুমি এসব না হয়ে চিঠি হয়ে গেলা।
এনে দিলে শত কবিতা মাখা ছন্দ।
কিন্তু বড্ড অসময়ে এলে তুমি...
আজীবন একসাথে হাঁটার বায়না হাতে।
পরিশেষে এক বিষাদ সুন্দর অপূর্ণ হয়ে গেলা।

আকাশে সুপ্ত তারার হয়তো  সুপ্ত মনে
আজও আমাদের কামনা করে একসাথে।
কিন্তু তুমি আর আমি বরাবরের মতোই অপূর্ণ।

যদি কখনো কুঁড়ি পঁচিশ বছর পর হয় দেখা
হাপছা আলোয় সেই অপেক্ষমাণ ল্যাম্পপোস্টের নিচে
পথিক তখনও কি তুমি আক্ষেপে তাকিয়ে
একই সুরে গান গাইবে?
আমার জন্য লেখা কবিতা শুনাবে?
একটু একসাথে হাটার বায়না করবে?
ফুল ছিঁড়ে কানে গুঁজে দিবে?
দিবে কি পথিক???