ভবিষ্যৎ চিন্তা এসে ভিড় করেছে মাথায়।
তবুও আমি তোমার কথাই যাচ্ছি লিখে খাতায়।।
কল্পনাতে তোমার কথাই ভাবছি ক্ষণে ক্ষণে।
আলাদাই এক শান্তি যেন পাচ্ছি আমি মনে।।
ভাবছি তোমার চোখের কাজল, নরম ঠোঁটের হাসি।
মন পিঞ্জরে বাজছে যেন পান্নালালের বাঁশি।
ভাবছি তোমার খোলা চুলের এলোমেলো খেলা।
এমন করে কাটছে আমার একলা রাতের বেলা।।
পড়াশোনা সব লাটে তুলে একলা ঘরে কোণে,
হৃদয় মাঝে তোমার ছবিই আঁকছি মনে মনে।
বন্ধ করে চোখের পাতা কল্পনার ওই দেশে
চুপটি করে বসছি আমি তোমার পাশে এসে।।
রাখছি মাথা তোমার কোলে হালকা গানের সুরে
জট পাকানো চিন্তা গুলো যাচ্ছে দূরে সরে।।
এমন ভাবেই রাত কেটে যায় দিনের আলো আসে।
তখনো এই ঘরের কোণে একলা আমি বসে।
আঁধার ঢেকে দিনের আলো জানায় সবার আগে
গোল মেলে ওই দুনিয়াতেই আবার ফিরতে হবে।।