এসো এবার তুমিই না হয়ে এসো।
আমার অন্ধকার জীবনে দেখাতে দিশার আলো।
আমায় বাসতে ভালো।
আমার জীবন থেকে মুছে দিতে সমস্ত বেদনা।
তুমি এসো।
তোমার রূপের আলোকে মুছে যাক আমার জীবনের সমস্ত অন্ধকার ।
তোমার গুনের আলোকে মুছে যাক আমার সমস্ত বেদনা।
তোমার কোমল দুই হাত মুছে দিক আমার সমস্ত ক্লান্তি।
তোমার কাছাকাছি থাকাতেই আমি যেন পাই শান্তি।
তুমি এসো।
সবাই তো আমার দোষ খুঁজতেই ব্যস্ত, তুমি না হয় আমার গুনটা নিয়ে থেকো।
আমার সমস্ত দুঃখ, হতাশা, দুর্দশায় আমার পাশে থেকো।
পাগল বলে ডাকে আমায় লোকে, তুমি না হয় ডাক নামেতেই ডেকো।
এবার তুমিই না হয় এসো।
আমাকে মুক্ত কর এই বদ্ধ জীবন থেকে,
আমায় দিশার আলা দেখাও।
এসো, তুমি এসো।