তোমায় নিয়ে ভেবেছি কত দিন,মাস, বছর
ছিলে না তুমি আমার কাছে, ছিল না কেউ তখন:
তখন ছিলাম রিক্ত হৃদয়, সিক্ত অশ্রুজলে-
কেউ এসে বলেনি, দেয় নি সহানুভূতির প্রলেপ।
অপেক্ষায় ছিলাম বসে, আমি অনুক্ষণ
এই বোধহয় হবে, তোমার অকাল বোধন
ছিলাম বসে পথ আগলে,  তাকিয়ে দুয়ার
দূর দুরান্তে ছিল না তোমার পদচারণ।
অপেক্ষা ছিল কবে তোমার, দেখা পাবো আমি
সব অপেক্ষার অবসান হবে,  সেই দিনই
ছিল মনে অনেক স্বপ্ন,  অনেক অব্যক্ত আশা
মনে থাকবে চিরদিনই, তোমায় প্রথম দেখা
মনে মনে অপেক্ষারত তোমার নয়নদুখানি
থাকবে তখন অবনত, সামনে - আসবো যখন আমি
ঔৎসুক বাড়বে জানি, কেমনতরো হবে?
তোমার স্বপ্নের রাজকুমার,হব কি আমি শেষে!
প্রথম যেদিন হল দেখা মোদের অবশেষে
নির্ণিমেষ তাকিয়েছিলাম পলকহীন চোখে
তুমিও ছিলে পলকহীন দৃষ্টি মেলে দিয়ে
বুঝিয়ে দিলে এক নিমেষে, আমাকেই খুঁজছিলে।।