বৈশাখ জুড়ে বয়ে যাওয়া দাবদাহ ভুলে
আমি ফিরে যাই সেইসব শীতের সন্ধ্যাগুলোতে।
জীবন রাঙানো নৈসর্গিক সেই ক্ষণে
বিচারণ করি আমি রৌদ্রদগ্ধ এই দিনে।
ঝিকিমিকি আলোয় মাখামাখি নদীর স্রোতের
মতো চঞ্চল ঢেউ খেলা করে যায় হৃদয়ে।
বিনিময়ের কফির পেয়ালায়-সিগারেটের ধোঁয়ায়
শীতের কুয়াশার মত আচ্ছন্ন হয় আমার মন।
পাতা ঝরা সে সন্ধ্যায় মনে পড়ে তোমায়,
জগত স্বপ্নময়, জানিনা আমি কোথায়
হয়তো বাস্তবে নয়তো পরাবাস্তবে
জেগে উঠি বেঁচে উঠি জীবনে সেসব স্মৃতিতে
তোমার প্রেম মাখা অক্ষয় কবচ বুকে নিয়ে।
আমিও ছিলাম তাদের দলে
যারা সফল হয়েছিলো ভালোবাসা বিনিময়ে।
জেনেছিলো ভালোবাসার রুপ
মেখেছিলো হৃদয়ে প্রেমের রঙ,
কয়েকটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
অথবা সন্ধ্যাগুলো সুন্দর হয়েছিল যে ভালোবাসায়।
বুঝেছি স্বেচ্ছায় আত্মাভিমানে
মনের দীপান্তরে রয়েছো নির্বাসনে
জানি অনাহুত নই আমি সে দ্বীপে,
তবুও ঘুরে বেড়াই দরিয়ায় বৈঠা নিয়ে সন্নিকটে
যেন তুমি হাত বাড়ালেই ছুঁতে পারি তোমাকে।
পেয়েছি যা কমতো নয়
তাই ক্ষতি নেই যদি ঘুমিয়ে যাই
এক জীবনের তৃপ্তি নিয়ে।
তুমি ভালোবেসে জাগাইও আমায়
লখিন্দরের বেহুলা হয়ে।