ভেজা কাক নির্বাক বসে বিদ্যুতের তারে
ব্যাস্ত পথচারী হেঁটে যায়,কেউ পায়ে টানা সাইকেলে
খদ্দের শুন্য বেকার দোকানী ঝাপ নামিয়ে পথ বাড়ায় বাড়ির পানে।
বিষন্ন বিকেলে নিঃশব্দে ঘরে ফেরার গান
একাকীত্বের বেদনায় বেজে ওঠে হৃদয়ে।
কোন সে গৃহ, অপেক্ষারত হৃদয়?
কোথায় ফিরব আজ এই মেঘের কান্না মাখা বিষন্ন বিকেলে?
অথবা মহাকাল নেমে আসুক শেষের সীমানায়।
ব্যর্থ হই তবুও শ্রান্ত হোক, শান্ত হোক
শান্তিতে ঘুমাই
চিরকালের মতো।
মেঘের কান্না, বিষন্ন বিকেল, ভেজা কাক শেষ ঘুমে
বিদায় নিয়ে মিলিয়ে যাক
মহাশূন্যের অতলে।
সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিন্দুতে
পুনরায় ফিরে যাক মহাবিশ্ব।